Posts

Showing posts from March, 2020

বৃত্তচাপীয় দ্বীপমালা(Island arcs)

Image
::::::::: বৃত্তচাপীয় দ্বীপমালা ::::::::::           (ISLAND ARCS) মহাদেশের প্রান্ত সীমায় ধ্বংসাত্মক পাত সীমান্তে পাত বা প্লেটের অধোগমনের কারণে উদ্ভূত সমুদ্রখাত এবং আগ্নেয় মেঘলার উত্তল প্রান্ত বরাবর অসংখ্য দ্বীপ ও দ্বীপপুঞ্জ একটি বা দুটি বৃত্তচাপের আকারে বা ধনুকের মতো মহাদেশের মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে সজ্জিত থাকে এদেরকে বৃত্তচাপীয় দ্বীপমালা বা আইল্যান্ড আর্ক (island arc) বলে। যেমন- ১.প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা             ২. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বৈশিষ্ট্য: ১. দ্বীপীয় বৃত্তচাপ মহাদেশ থেকে কিছুটা দূরে সাগর-উপসাগরে অবস্থিত।এদের সম্মুখভাগে গভীর ও সংকীর্ণ সমুদ্রখাত থাকে। ২.অভিসারী পাত সীমান্তের বেনিঅফ মন্ডলে আগ্নেয় মেঘলার উত্তল প্রান্ত বরাবর বৃত্তচাপের আকারে বিস্তৃত থাকে ও প্রায়ই অগ্নুৎপাত হয়।* ৩. এই দ্বীপমালায় বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প কেন্দ্র অবস্থিত এবং অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ। ৪.খাতের দিকে  দ্বীপগুলোতে ঋণাত্বক ও স্থলভাগের দিকে ধনাত্মক অভিকর্ষ বিচ্যুতি দেখা যায়। ৫.এগুলি কিছু ক্ষেত্রে নবীন ভঙ্গিল ...