বৃত্তচাপীয় দ্বীপমালা(Island arcs)
::::::::: বৃত্তচাপীয় দ্বীপমালা ::::::::::
(ISLAND ARCS)
মহাদেশের প্রান্ত সীমায় ধ্বংসাত্মক পাত সীমান্তে পাত বা প্লেটের অধোগমনের কারণে উদ্ভূত সমুদ্রখাত এবং আগ্নেয় মেঘলার উত্তল প্রান্ত বরাবর অসংখ্য দ্বীপ ও দ্বীপপুঞ্জ একটি বা দুটি বৃত্তচাপের আকারে বা ধনুকের মতো মহাদেশের মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে সজ্জিত থাকে এদেরকে বৃত্তচাপীয় দ্বীপমালা বা আইল্যান্ড আর্ক (island arc) বলে।
যেমন- ১.প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা
২. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
বৈশিষ্ট্য:
১. দ্বীপীয় বৃত্তচাপ মহাদেশ থেকে কিছুটা দূরে সাগর-উপসাগরে অবস্থিত।এদের সম্মুখভাগে গভীর ও সংকীর্ণ সমুদ্রখাত থাকে।
২.অভিসারী পাত সীমান্তের বেনিঅফ মন্ডলে আগ্নেয় মেঘলার উত্তল প্রান্ত বরাবর বৃত্তচাপের আকারে বিস্তৃত থাকে ও প্রায়ই অগ্নুৎপাত হয়।*
৩. এই দ্বীপমালায় বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প কেন্দ্র অবস্থিত এবং অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ।
৪.খাতের দিকে দ্বীপগুলোতে ঋণাত্বক ও স্থলভাগের দিকে ধনাত্মক অভিকর্ষ বিচ্যুতি দেখা যায়।
৫.এগুলি কিছু ক্ষেত্রে নবীন ভঙ্গিল পর্বতের সম্প্রসারিত অংশ।
যথা- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
৬. দ্বীপীয় বৃত্তচাপ এলাকায় ভূমিকম্পের কারণে সামুদ্রিক ভূকম্প বা সিকোয়েক ও সুনামির সৃষ্টি হয়।
উদাহরণ:~
এশিয়া মহাদেশের প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর কিউরাইল,অ্যালিউশিয়ান,বোনিন,জাপান,ফিলিপাইস্,ইন্দোনেশিয়া,সলোমন,ফিজি,টোঙ্গা, নিউজিল্যান্ড,
তাদের পাশে মারিয়ানা,সুন্দা,নিউ হেব্রিডিস অঞ্চল দ্বীপীয় বৃত্তচাপ অঞ্চলে গঠিত।
ভারত মহাসাগরের আন্দামান ও নিকোবর,সুন্দা দ্বীপপুঞ্জ।
আটলান্টিক মহাসাগরের মেরিনা,ক্যারিবিয়ান,দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ।
উৎপত্তি:
বৃত্তচাপীয় দ্বীপমালা বা দ্বীপীয় বৃত্তচাপ সৃষ্টির প্রধান কারণগুলি নিম্নরূপ~
১.পাতের অভিসারী চলন:
পাতের অভিসারী চলনের ফলে ভারী পাত গুরুমন্ডলের মধ্যে ঢুকে যায় এবং ভূগর্ভের তাপে গলে যায়।এই ম্যাগমা শিলার ফাটল দিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে এবং আগ্নেয়গিরি তৈরি করে।
আগ্নেয়গিরিগুলির উচ্চতা বাড়তে থাকে এবং সমুদ্রপৃষ্ঠের ওপরে দ্বীপ হিসেবে জেগে ওঠে।বৃত্তচাপের মত এই দ্বীপমালাগুলিকে বৃত্তচাপীয় দ্বীপমালা বা আইল্যান্ড আর্ক বলে।ধ্বংসাত্মক পাত সীমান্তের বিপরীত দিকে এই জীবন্ত আগ্নেয়গিরির শৃংখল এবং দ্বীপীয় বৃত্তচাপ তৈরি হয়।
প্রশান্ত মহাসাগর বৃত্তচাপের জন্য প্রসিদ্ধ।
যেমন-
আলাস্কা বৃত্তচাপ,ফিলিপিন্স বৃত্তচাপ,আলুশান বৃত্তচাপ,জাপান বৃত্তচাপ ইত্যাদি।
২.ম্যাগমার উত্থান ও হটস্পট এর প্রভাব:
অ্যাস্থেনোস্ফিয়ারের ম্যাগমা অনেক সময় ভূত্বকের দুর্বল স্থান বরাবর ওপরে ওঠে এবং সমুদ্রের তলদেশের নিচে পুঞ্জীভূত হয়ে থাকে।ফলে সমুদ্রের তলদেশ ফুলে ওঠে ও সমুদ্রপৃষ্ঠের ওপরে দ্বীপীয় বৃত্তচাপ তৈরি করে।
যেমন~হাওয়াই দ্বীপীয় বৃত্তচাপ।
প্রসঙ্গত সমুদ্রতলদেশের নীচে পুঞ্জীভূত ম্যাগমা হটস্পট সৃষ্টি করে।
৩. ম্যাগমার উদগীরণ ও অভিসারী পাত সীমানায় ফল্টের সৃষ্টি অন্তঃস্থ দ্বীপমালার ও বহিঃস্থ দ্বীপমালার সৃষ্টির প্রধান কারণ।
চিত্র-
A.দ্বীপীয় বৃত্তচাপের উৎপত্তি
Very nice notes.
ReplyDelete