⛰️ কার্ষ্ট ভূমিরূপ গঠন পক্রিয়া ও দ্রবণ কার্য 🌍

⛰️ কার্ষ্ট ভূমিরূপ গঠন পক্রিয়া ও দ্রবণ কার্য 🌍 ( ⭐ চার্ট ও পর্যালোচনা : অর্ঘ্য বটব্যাল । ) ----------------------------------------------------------------- 🌍 নদী , বায়ু ও হিমবাহের পাশাপাশি চুনাপাথর যুক্ত অঞ্চলে জলের সাথে দ্রবণের ফলে এক বিশেষ ধরনের ভূমিরূপ গড়ে ওঠে যাকে কার্স্ট ভূমিরূপ বলা হয়। যুগোশ্লোভাকিয়ার কার্স্ট অঞ্চলের নাম থেকে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে এই প্রক্রিয়ায় নানা ভূমিরূপ গড়ে ওঠে তাকে কার্স্ট ভূমিরূপ বলা হয়। ⭐ সাধারণত চুনাপাথরের দ্রবণক্রিয়ায় গড়ে ওঠা এই ভূমিরূপে ক্ষয় ও সঞ্চয় লক্ষ করা যায়। এছাড়া ভৌম জলস্তরের দ্বারাও চুনাপাথর দ্রবীভূত হয়। ⭐ রাসায়নিক সমীকরণ : Caco3+H20 = Ca(HCo3)2 . সাধারণত ক্যালসিয়াম কার্বনেট যুক্ত শিলাস্তরে জলের বিক্রিয়ার দ্বারা ক্যালসিয়াম বাই কার্বনেট গঠিত হয়। ফল স্বরূপ শিলাস্তরে রসায়নিক আবহবিকার হতে থাকে ও ক্ষয় হয়। এই প্রক্রিয়াকে কার্বোনেশন বলা হয়। অন্যদিকে ক্যালসিয়াম বাই কার্বনেট থেকে জল মুক্ত হলে ডিকার্বোনেশন বলে। এছাড়াও কার্স্ট অঞ্চলে নদীর দ্বারাও ক্ষয় হয়ে থাকে। কোনো কোনো স্থানে গুহার ছাদ ধ্বসে...