মৃতের সাগর
'মৃতের সাগর' বলা হয় কাকে এবং কেনো?
~
মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং জর্ডনের মধ্যে অবস্থিত এবং শুধুমাত্র জর্ডন নদীর জলপুষ্ট মরুসাগরকে মৃতের সাগর বলা হয়।বস্তুত মরুসাগর কোন সাগর নয় এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 মিটার নিচে অবস্থিত একটি হ্রদ। মরুসাগরের লবনতা প্রায় 237 সহস্রাংশ (%•)।মরুসাগর এর মোট আয়তনের প্রায় 1-4 ভাগ খাদ্য লবন, পটাশিয়াম,চুন,আয়োডিন প্রভৃতি রাসায়নিক পদার্থে পরিপূর্ণ।ফলে মরুসাগরের জলের প্লবাতা বেশি।এই কারণে কোনও বস্তু মরুসাগরের জলে ডুবে যেতে পারে না।শুধু তাই নয় অত্যাধিক লবনতার জন্য মরুসাগরের জলে কোনো জীবজন্তু বসবাস করে না।উদ্ভিদ ও প্রাণী জন্মায় না।এই সাগরের নেই কোনো জীববৈচিত্র্য।
তাই এই সাগরকে মৃতের সাগর বলে।
Comments
Post a Comment